Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাফল্য ও অর্জন

সাম্প্রতিক সময়ে বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর উল্লেখযোগ্য সাফল্য ও অর্জনসমূহ-

ক। ২০২২ সালের এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণি সমাপনী পরীক্ষায় ০৬ জন জিপিএ ৫.০০ সহ ৯৮ শতাংশ শিক্ষার্থী পাশ করে দশম শ্রেণিতে অধ্যয়নরত।

খ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ -এ উপজেলা পর্যায়ে বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ”শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি)” নির্বাচিত হয়েছে।

গ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ –এ উপজেলা পর্যায়ে বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ জনাব মো: কামরুজ্জামান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন।

ঘ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ –এ  উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী চারজনের মধ্যে বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

ঙ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ –এ উপজেলা পর্যায়ে বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে বিভিন্ন দিবস উদযাপনের জন্য আয়োজিত সাংস্কৃতিক ও  চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে পুরস্কার প্রাপ্ত হয়েছে।

চ। ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে নির্দিষ্ট আসন সংখ্যার বিপরীতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

ছ। ছাত্রী, অনগ্রসর বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণের হার বৃদ্ধি করা হয়েছে।

জ। প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশের উন্নয়ন ঘটানো হয়েছে।